পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন রংধনু সমাজকল্যাণ সংস্থার ইদ উপহার হিসেবে পাঞ্জাবি পেল বৃদ্ধ, শিশু সহ বিভিন্ন বয়সের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ। রবিবার বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কমলাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জাকের আলী, পঞ্চগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এভারেস্ট প্রি ক্যাডেস্ট স্কুলের অধ্যক্ষ মজিরুল হক, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উসমান গণি, ধাক্কামারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম সুবিধা বঞ্চিত বৃদ্ধ, শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।
এসময় সেচ্ছাসেবী সংগঠন রংধনু সমাজকল্যাণ সংস্থার সভাপতি তহিদুল ইসলাম তানভীর, সাধারণ সম্পাদক আবু সিনান, দপ্তর সম্পাদক এম এ মেজাজ রুদ্র, সিনথিয়া আফরিন, মারজান, দীশা সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর প্রতিবছর ইদে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ইদ সামগ্রী, বিভিন্ন সময়ে অসহায়, দুস্থদের জন্য খাদ্যে সামগ্রী বিতরণ, জেলার বিভিন্ন এলাকায় পথচারী, ভ্যানচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়া সহ নানা সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও সংগঠনটি তাদের এধরনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page