পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা নদীর রাবার ড্যাম চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
পরে রাবার ড্যাম চত্ত্বরে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, এই রাবার ড্যাম্প দেখে রাখার দ্বায়িত্ব স্থানীয় আপনাদের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু সহ সকলের বিনোদনের জন্য এটি আপনাদের ট্যাক্সের টাকায় করে দেয়া হয়েছে। এখানে কেউ অসামাজিক আচরণ করলে সেসব রুখে দেয়ার দ্বায়িত্ব আপনাদের।
জেলা প্রশাসক আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামীণ যে সব খেলা আছে ঘোড়া দৌড়, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, ডাংগুলি সেগুলো আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের সোনালী অতিতে ফিরে যেতে চাই। গ্রামীণ আবহে সকলে বেঁচে থাকতে চাই।
এসময় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
You cannot copy content of this page