পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে শেখ কামাল ২য় আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৪টি জোনে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে গতকাল বুধবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হয়। বিকেলে খেলার ৪টি গ্রুপে ১২টি ইভেন্টে ৬৮ জনকে বাছাই এবং তাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও নিলুফার ইয়াসমিন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক।
You cannot copy content of this page