পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ মে) উপজেলার পঞ্চগড়-হাড়িভাসা সড়কের পঞ্চগড় পৌরসভার জালাসী মোড় থেকে হাড়িভাসা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে অভিযোগে বর্ণিত রাস্তার নথিপত্র যাচাই করে প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড় সদর উপজেলার জালাসি মোড় থেকে হাড়িভাসা পর্যন্ত সাড়ে ১০ কি.মি. রাস্তা সংস্কার কাজটি আরসিআইপি প্রকল্পের অর্থায়নে ২০২০ সালের ২ সেপ্টেম্বর শুরু হয় বলে জানা যায়। সেই সাথে প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের ৩০ এপ্রিল শেষ হয়। তবে নথিপত্র পর্যালোচনায় পরিলক্ষিত হয়, বর্তমানে কাজটির ৯০ শতাংশ শেষ হয়েছে। পরবর্তীতে দুদক টিম সড়ক বিভাগ, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে সম্পূর্ণ রাস্তা পরিদর্শন করে এবং সংস্কারকৃত রাস্তার চারটি ভিন্ন ভিন্ন স্থান হতে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনার ল্যাব রিপোর্ট প্রাপ্তি ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।
You cannot copy content of this page