পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সেবা গ্রহণ পরবর্তী পরিস্থিতি জানার লক্ষ্যে সন্তুষ্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহীতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্টারসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে পঞ্চগড় পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার সহকারি কশিনার (ভূমি) মালিহা খানম, পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা কনক রেজা, পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার মাহবুব রহমান, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।
কর্মশালার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার রাশেদ মেনন।
কর্মশালায় দম্পতিদের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণ এবং এর সুবিধা-অসুবিধা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। সেই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহীতারা তাঁদের বর্তমান অবস্থা উপস্থাপন করেন। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার পরামর্শ নেওয়া হয়।
কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পবিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করা প্রায় অর্ধ্বশত সুফলভোগী ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ নেন।
You cannot copy content of this page