পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের হাড়িভাসা উচ্চ বিদ্যালয় মাঠে স্কয়ার ফার্মাসিটিকেল লিমিটেড আয়োজিত মেডিকেল ক্যম্পের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
মেডিক্যাল ক্যাম্পে ২ শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে মেডিক্যাল পরীক্ষা ডায়াবেটিকস পরীক্ষা ও বিনামূলে ওষুধ প্রদান করা হয়। বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
স্কয়ার ফার্মাসিটিক্যাল এর রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এসকে সাব্বিরুল ইসলাম জানান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সাধারণত স্কয়ার ফার্মাসিটিউক্যালের সৌজন্যে। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। এটি মানুষকে সেবার একটি অংশ বটে।
সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান পঞ্চগড় এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করায় স্কয়ার ফার্মাসিটিউক্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
You cannot copy content of this page