পঞ্চগড় প্রতিবেদক
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পঞ্চগড়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহমুদুল কবির।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উদ্যান সুবোধ চন্দ্র রায়, পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী ফরহাদ আহমেদ, আব্দুল আল মামুন কাউসার শেখ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) পঞ্চগড় জেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণে তদারকি বাড়ানো, আইনের প্রয়োগ, ভোক্তাকে নিরাপদ খাদ্যে খাওয়ার ব্যাপারে সচেতনতা বাড়ানো সহ সসামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অনুরোধ করেন।
You cannot copy content of this page