পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইন্সটিটিউটের (বিডাব্লিউএমআরআই) হাইব্রিড ভূট্টা ২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইন্সটিটিউট (বিডাব্লিউএমআরআই) দিনাজপুরের আয়োজনে এবং পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দিনাজপুর গম ও ভূট্টা গবেষণা ইন্সটিটিউট (বিডাব্লিউএমআরআই) এর মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (গবেষনা) রেহানা ইয়াছমিন।
এসময় দিনাজপুর গম ও ভূট্টা গবেষণা ইন্সটিটিউট (বিডাব্লিউএমআরআই) এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. সালাহউদ্দীন আহমেদ, পরিচালক ( পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. আলমগীর মিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমিন গবেষণা বিভাগ) মাহফুজ বাজ্জাজ পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে ভূট্টা চাষে সাফল্য পেতে সময়মত সার, কীটনাশক, সেচ প্রয়োগ সহ ভূট্টা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
You cannot copy content of this page