পঞ্চগড় :
পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৩ কোটি টাকা ব্যায়ে ১৬ কিলোমিটার সড়ক সম্প্রসারনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
উপজেলার ময়দানদিঘী থেকে বটতলী এবং সাকোয়া থেকে শালডাঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক সম্প্রসারন কাজের ভিত্তি প্রস্তর করা হয়। ভিত্তি প্রস্থর উপলক্ষে বৃহস্পতিবার(২৩মে) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী এবং সাকোয়া বাজারে পঞ্চগড়-২ আসনের সাংসদ (সাবেক রেলপথমন্ত্রী) এডভোকেট নুরুল ইসলাম সুজন পৃথক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনাভা শেষে ফলক উন্মোচন করে দুটি রাস্তার ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন সাংসদ ।
পরে দেশ জাতীর কল্যানে মুনাজাত করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগ পঞ্চগড়ের নির্বাহি প্রকৌশলী মাহমুদ জামান, বোদা থানার ওসি মোজাম্মেল হক, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাকোয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল।
আগামি ছয় মাসের মধ্যে সড়ক দুটির সম্প্রসারনের কাজ শেষ হবে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ।
You cannot copy content of this page