পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪ শত পিস মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজার থেকে আব্দুল খালেক হীরা(৩৬) ও আরিফ (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মুল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
এঘটনায় বোদা থানার উপপরির্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে শুক্রবার রাতে গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার কৃত মো আব্দুল খালেক হীরা দিনাজপুর জেলার কোতয়ালী থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে এবং মো: আরিফ একই এলাকার মৃত কাজলের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক জানায়,পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার নির্দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পঞ্চগড় জেলায় পুলিশের বিশেষ সারাশি অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাড়েয়া বাজার এলাকায় থেকে মাদক দ্রব্য বিক্রি কালে ২ হাজার ৪ শত পিস মাদক দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক সহ এস আই মো: বদিউজ্জামান, এস আই আবু বক্কর সিদ্দিক, এস আই মানিক চন্দ্র, এ এস আই বিষ্টু চন্দ্র রায়, এএসআই সাজদুর রহমান ও বোদা থানার পুলিশ কনস্টেবলরা এই অভিযানে অংশ নেয়।
You cannot copy content of this page