পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা থানা পুলিশ চারশত পিস টাপেন্ডাল ট্যাবলেট সহ একজনকে আটক করেছে। শুক্রবার (১২ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ভাউলাগঞ্জ বগদুলঝুলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত আসামির নাম ভুট্রো (৩৫) পিতামৃত আইনউদ্দীন সাং- নাউতারি সায়ের পাড়া।
এসময় শাহআলম (৩৫) পিতা-চাঁন মিয়া নামক অপর এক আসামি পালিয়ে যায়। তার বাড়ি ওই এলাকার পাহাড়িয়া পাড়া নাউতারি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বড়শশী তেতুঁলের মোড়স্থ জনৈক আজহারুল ইসলামের মুদি দোকানের সামনে বগদুল ঝুলা থেকে ভাউলাগঞ্জ যাওয়ার সড়কে নেশাজাতীয় চারশত পিস টাপেনন্ডাল ট্যাবলেট সহ ভ’ট্রোকে আটক করে। এসময় কৌশলে অপর আসামি শাহ আলম পালিয়ে যায়।
এবিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম আটক ও মাদক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। আটককৃতকে আদালতে সোর্পদ করলে আদালত তাতে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
You cannot copy content of this page