পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি হলরুমে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চল ওই প্রশিক্ষণের আয়োজন করে। সোমবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমীন, কোষাধ্যক্ষ মালেকা বেগম, পঞ্চগড় জেলা কমিশনার গুলশান আরা বেগম ও জেলা সচিব রেজিনা বেগম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাগাগাএ রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষক সুমাইয়া তাবাস্সুম ও তানিয়া আমিন। ৫ দিনের ওই প্রশিক্ষণে পঞ্চগড়ের পাঁচ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন নারী শিক্ষিকা অংশগ্রহণ করেন।
You cannot copy content of this page