পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৩-২৬) নির্বাচনের নব নির্বাচিত কমিটির সদস্যরা দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংগঠনটির কার্যালয়ের হলরুমে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম।
পরে সংগঠনটির সদস্যরা নব নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুলের তোরা ও মালা পরিয়ে বরণ করে নেন।
শপথ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ, মনোয়ার হোসেন, নজরুল ইসলাম, জমির হোসেন, নব নির্বাচিত কমিটির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সংগঠটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠন পরিচালনা সহ সকল কাজে সংগঠনের সদস্যদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা ব্যাক্ত করেন।
এদিকে অনুষ্ঠান শেষে শ্রমিক সংগঠন ১৬৬০ এর পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
You cannot copy content of this page