পঞ্চগড়-১ আসনে (তেঁতুলিয়া ও আটোয়ারী সদর উপজেলা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠে মুক্তিযোদ্ধা সংসদ কার্যাালয়ের সামনে জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর (প্যানেল মেয়র) আশরাফুল আলম, পৌর যুবলীগের সভাপতি ও পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান, সাইদুর রহমান, মাজেদুর রহমান চৌধুরী ইরান, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর কবীর ও মো. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড়-১ আসনের তরুণ প্রজন্মের প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করছেন। পঞ্চগড়কে সাজানোর জন্য দিন-রাত পরিশ্রম করছেন। এছাড়া তিনি পঞ্চগড়ের মানুষের চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন। ইতোমধ্যে তিনি পঞ্চগড়-১ আসনের ১১৭ জন কর্মীর বাড়িতে রাত কাটিয়েছেন। মানুষের দোড়গড়ায় গিয়ে তাঁদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছেন। এসব দেখেই আমরা তরুণরা তাঁর প্রতি আকৃষ্ট হয়েছি। বর্তমানে পঞ্চগড়ে প্রায় ৩৭ শতাংশ তরুণ ও যুবক ভোটার আছে। সে ক্ষেত্রে তিনি নৌকার মনোনয়ন পেলে তরুণ প্রজন্মের ভোটাররা প্রবীনদের সহায়তা নিয়ে তাঁকে নির্বাচিত করতে পারবো।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ‘আমরা দেখছি আগামী নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী হবেন ব্যরিস্টার নওশাদ জমির। তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তাঁর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে আওয়ামী লীগে নাইমুজ্জামান মুক্তার মত প্রার্থী দরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র তিনিই নৌকার মনোনয়ন পেলে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে দাবি করেন বক্তারা।।
পঞ্চগড়ে মুক্তাকে আ. লীগের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (তেঁতুলিয়া ও আটোয়ারী সদর উপজেলা) জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠে মুক্তিযোদ্ধা সংসদ কার্যাালয়ের সামনে জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর (প্যানেল মেয়র) আশরাফুল আলম, পৌর যুবলীগের সভাপতি ও পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান, সাইদুর রহমান, মাজেদুর রহমান চৌধুরী ইরান, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর কবীর ও মো. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড়-১ আসনের তরুণ প্রজন্মের প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করছেন। পঞ্চগড়কে সাজানোর জন্য দিন-রাত পরিশ্রম করছেন। এছাড়া তিনি পঞ্চগড়ের মানুষের চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন। ইতোমধ্যে তিনি পঞ্চগড়-১ আসনের ১১৭ জন কর্মীর বাড়িতে রাত কাটিয়েছেন। মানুষের দোড়গড়ায় গিয়ে তাঁদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছেন। এসব দেখেই আমরা তরুণরা তাঁর প্রতি আকৃষ্ট হয়েছি। বর্তমানে পঞ্চগড়ে প্রায় ৩৭ শতাংশ তরুণ ও যুবক ভোটার আছে। সে ক্ষেত্রে তিনি নৌকার মনোনয়ন পেলে তরুণ প্রজন্মের ভোটাররা প্রবীনদের সহায়তা নিয়ে তাঁকে নির্বাচিত করতে পারবো।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ‘আমরা দেখছি আগামী নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী হবেন ব্যরিস্টার নওশাদ জমির। তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তাঁর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে আওয়ামী লীগে নাইমুজ্জামান মুক্তার মত প্রার্থী দরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র তিনিই নৌকার মনোনয়ন পেলে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে দাবি করেন বক্তারা।।
You cannot copy content of this page