বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আনিসুর রহমান জুয়েল (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ছত্রশিকারপুর মাস্টারপাড়া গ্রামের নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুয়েল ওই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসআইএম রাজিউল করিম রাজু জানান, গত ২৭ জুন তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারিরিক অসুস্থতা জনিত কারণে চিকিৎসা নিতে এসে করোনার নমুনা দেন। পরে এন্টিজেন টেষ্টে তার করোনা পজেটিভ এলে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কোভিট ইউনিটে ভর্তি হন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তিনি গত বুধবার রাতে বাসায় ফেরেন। পরে বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যবিধি অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। #