পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের অসুস্থ বাউল শিল্পী শাহাজাহানের পাশে দাঁড়িয়েছে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। চিকিৎসা বাবদ দেড় লক্ষ টাকার পুরোটাই বাউল শাহাজাহানের একাউন্টে পাঠিয়েছেন তিনি । বাউল শিল্পী শাহাজাহান দীর্ঘ দিন থেকে হৃদ রোগে ভুগছিলেন । তিনি পঞ্চগড়ে একজন সুপরিচিত বাউল শিল্পী । তার জন্ম তেতুলিয়ায় । তিনি লালনের গান, বাউল এবং কবি গান করেন । পঞ্চগড় শহরের একটি ভাড়া বাসায় থাকেন দরীদ্র এই শিল্পী । গানই তার পেশা । তিনি রেডিও, টেলিভিশন এবং সিনেমায় গান গেয়েছেন । করোনা সংকট কালে তিনি বেকার হয়ে পড়েন । এর মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন । দীর্ঘদিন বাসা ভাড়াও দিতে পারছিলেন না। চিকিৎসার টাকাও সংগ্রহ করতে পারছিলেন না । ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এমন সংবাদ পেয়ে পুলিশ সুপার এগিয়ে আসেন । বুধবার বিকেলে তিনি বাউল শাহাজাহানকে অফিসে ডেকে নেন । তার একাউন্ট নাম্বার নিয়ে চিকিৎসার ব্যায় ভার বহনের ব্যাপারে আশ্বস্ত করেন । বাউল শাহাজাহান চোখের জল মুছতে মুছতে জানান, খুব সংকটে ছিলাম । পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছিলাম । পুলিশ সুপার মহোদয় ব্যাংক একাউন্টে চিকিৎসার টাকা পাঠিয়েছেন । আল্লাহ তার ভালো করুক। পুলিশ সুপারের এমন মহৎ উদ্যোগের কথা শুনে খুশি পঞ্চগড়ের শিল্পী সমাজ । বাউল মানিক খা জানান, পুলিশ সুপার আমাদের আতœবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তার এই মহৎ উদ্যোগের কথা চিরকাল মনে রাখবো।
You cannot copy content of this page