বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭০) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে । শনিবার দুপুরে তার শারিরিক অবস্থার অবনতি হলে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান তিনি। তার বাড়ি বোদা পৌরসভা এলাকার জামাদার পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত চাঁন মামুনের ছেলে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু জানান, আবুল হোসেন গত দশদিন থেকে জ্বর-সর্দি ও শরীরের ব্যাথায় ভূগছিলেন। পরে গত ২৭ জুন তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে নমুনা দিলে এন্টিজেন পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। এরপর থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে নিজ বাড়িতে থেকেই চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার সকাল থেকে তার জ্বর, শরীরের ব্যাথা ও শারিরিক অসুস্থতা বেড়ে গেলে দুপুর ২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
বোদা উপজেলা নির্বাহি অফিসার সোলেমান আলী জানান, স্বাস্থ্যবিধি মেনে আবুল হোসেনের জানাযা সম্পন্ন হবে।