1. [email protected] : Shafiqul Alam : Shafiqul Alam
  2. [email protected] : aminul :
  3. [email protected] : Bayezid :
July 26, 2021, 1:44 pm
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু পঞ্চগড়ে পাথর শ্রমিকদের জালে ধরা পড়ল ২৮ কেজির বাঘাইড় মাছ পঞ্চগড়ে জ্বরের সিরাপ সেবন করে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাইয়ের অবস্থা আশংকাজনক পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন স্থাপনে ধীরগতি পঞ্চগড়ে মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত, আহত দুই ইলাকে ভোট দিতে পঞ্চগড়ে মতবিনিময় সভা পুলিশি পাহাড়ায় ৭ মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় পিএম পাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে করোনায় সৃষ্ট পরিস্থিতিতে অতি দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করোনায় মারা যাওয়া ব্যাক্তিদের পরিবারের খোঁজ নিলেন জেলা প্রশাসক, জানালেন ঈদ শুভেচ্ছা

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় ৬১ জনের করোনা সনাক্ত

আবু সালেহ মো রায়হান
  • Update Time : Tuesday, July 13, 2021
  • 40 Time View

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ১৪৭ টি নমুনা পরীক্ষায় একদিনে নতুন করে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, তেতুঁলিয়ায় ৭ জন, আটোয়ারীতে ১৪ জন, বোদায় ৬ জন এবং দেবীগঞ্জে ৪ জনের করোনা সনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮৩ জন। জেলায় মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৩১ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৯২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২৪ জন। চলতি মাসে মোট আক্রান্ত ৬১৬ জন এবং চলতি বছরে মোট আক্রান্ত ৯১৪ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এন্টিজেন টেষ্টে ১২৮ টি নমুনায় ৫৬ জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯ টি নমুনা পাঠানোর পর ৫ জনের করোনা পজেটিভ আসে। ১৪৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪১. দশমিক ৪৯ শতাংশ। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, চলতি বছরের গত জুন মাসের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার দুটোই বৃদ্ধি পেয়েছে। এর আগে নমুনা পরীক্ষা এবং সনাক্তের হার তেমন ছিল না। এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৩৯৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৭ হাজার ১৬১ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৭৬২ জন, তেতুঁলিয়ায় ২২৫ জন, আটোয়ারীতে ২৩০ জন, বোদায় ২১৯ জন এবং দেবীগঞ্জে ২৪৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৯২৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬১ জন, তেতুঁলিয়ায় ১০১ জন, আটোয়ারীতে ১৩৭ জন, বোদায় ১৫১ জন এবং দেবীগঞ্জে ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৩১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৪ জন, তেতুঁলিয়ায় ০২ জন, আটোয়ারীতে ০৫ জন, বোদায় ০৪ জন এবং দেবীগঞ্জে ০৬ জন। পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৮ জন এবং হোম আইসোলেশনে আছে ৭০৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮৭ জন, তেতুঁলিয়ায় ১২২ জন, আটোয়ারীতে ৮৮ জন, বোদায় ৬৪ জন এবং দেবীগঞ্জে ৬৩ জন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের গত ২৪ ঘন্টায় ১৪৭ টি নমুনা পরীক্ষায় একদিনে নতুন করে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮৩ জনের করোনা সনাক্ত হয়েছে। গত জুন মাসে এবং চলতি মাসে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।
তিনি আরো জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ কিংবা সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং সিলিন্ডার অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৭ জন করোনা ডেডিকেটেড হাসপাতালে ও নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ খবর রাখছি। কোন সমস্যা হলে তারা আমাদের যেন জানায় এমনটাই বলা হয়েছে। সকলকে নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ বাসায় অবস্থান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com পঞ্চগড়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল
Tech supported by Amar Uddog Limited