পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় পঞ্চগড় পৌরসভার সচিব মো মজিবর রহমান, কাউন্সিলর হাসানাত মো হামিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাহেনা প্রমুখ বক্তব্য রাখেন বেগম। অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ১৫ই ও ২১ আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
You cannot copy content of this page