নিজস্ব প্রতিবেদক
‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় আটোয়ারী উপজেলার বলরামপুরে ফলজ গাছের চারা বিতরণ করেছে লাল সবুজ উন্নয়ন সংঘ।
মঙ্গলবার সকালে উপজেলার বলরামপুরে সংগঠনটির জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, পঞ্চগড় জেলা শাখার প্রধান উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা আব্দুল হাই, জেলা শাখার সভাপতি নিশাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম পায়েল ও প্রচার সম্পাদক পুরষত্তম প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছেন। এবছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে। #
You cannot copy content of this page