পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মোহসেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ সড়কের জোড়পাকুড়ি-শিমুলতলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোহসেনা ওই ইউনিয়নের জোরপাকুরী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোহসেনা জোড়পাকুড়ি-শিমুলতলী এলাকা থেকে মাছ ধরে বাসায় ফিরছিলেন। এ সময় বোদা-দেবীগঞ্জ সড়ক পার হতে গিয়ে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরৎহাল করেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চেীধুরী সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।
You cannot copy content of this page