পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শনিবার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই প্রশিক্ষণের অংশ নেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পি ফর ডির টিম লিডার আর্সেন স্টেফিয়িন। অনুষ্ঠানটি দুই দিনই সঞ্চালনা করেন পি ফর ডির ফোকাল কর্মকর্তা মনজুরুল আলম। প্লাটফর্ম ফর ডায়ালগ (পি ফর ডি) ও জাতীয় গণমাধ্যম ইনন্সিটিউট এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার প্রথম দিনে শুদ্ধাচার নিয়ে মন্ত্রী পরিষদ বিভগের যুগ্ন সচিব আয়েশা আক্তার, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পি ফর ডায়ালগ প্রকল্পের পরিচালক মো. গোলাম, ফারুক সেবা প্রদান বিষয় ও বাংলাদেশ বেতারের উপ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম তথ্য অধিকার আইন নিয়ে আলোচন করেন।
দ্বিতীয় দিনে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. মখলেছুর রহমান অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর ও ঢাকা বিশ^বিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের খন্ডকালীন শিক্ষক মাসরুর জামান মুল বার্তা লিখার কৌশল নিয়ে আলোচনা করেন।
এসব আলোচনায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আমির খসরু লাবলু, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, রফিকুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।
কর্মশালায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন কর্মী অংশ নেন।