পঞ্চগড়ে দুই দিনব্যাপি সাহিত্য মেলা ২০২২ শুরু হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান মেলার উদ্বোধন করেন। একই সাথে অডিটোরিয়ার চত্বরে পুস্তক বিক্রেতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকে বিভিন্ন স্টলে সনামখ্যাত লেখকদের বই প্রদর্শনী করা হয়। উদ্বোধরেন পর সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান।
এতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তব্য ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে.এম মুজাহিদুল ইসলাম। এছাড়া দুই দিনব্যাপি অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক ও আলোচক ছিলেন, ভজনপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের সহযোগি অধ্যাপক রিয়াজুল ইসলাম রিপন, নীলফামারী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মনি শংকর রায়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক (অব.) হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় সাহিত্য সংসদের সভাপতি আরিফুল ইসলাম পল্লব এবং দেবীগঞ্জ উপজেলার ছড়াকার রাজ্জাক দুলাল।
দুই দিনব্যাপি মেলার আয়োজনে জেলার সাহিত্য-সংস্কৃতি এবং কবিতা ও ছড়া বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ছাড়াও কবি সাহিত্যিকদের অংশ গ্রহণে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে কবির কন্ঠে কবিতা পাঠ, সাহিত্যিকদের সাহিত্য ও উপন্যাস পাঠ এবং নাট্যকারদের অংশ গ্রহনে নাটক থেকে পাঠ। মেলার শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।।
You cannot copy content of this page