বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে (রাতে ১২:৩০) বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার থেকে বোদা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। জুয়া আইনের নিয়মিত মামলার পর সোমবার (২৩ আগষ্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বগদুলঝুলা বাজারে একদল জুয়াড়ি দীর্ঘদিন ধরে নিয়োমিত জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জনকে আটক করা হয়। আটকরা হলেন- বড়শশী ইউনিয়নের নাওতাড়ি সরকারপাড়া এলাকার রমজান আলীর ছেলে ইউনুস আলী (৪২), মহিষবাথান গ্রামের একরামুল হকের ছেলে গোলাম রাব্বানী (৪৬), একই গ্রামের আবু আলমের ছেলে আ. সামাদ (৩৯), মসির উদ্দিনের ছেলে আ. ওয়াদুদ (৫১), বাদলের ছেলে মো. জুয়েল (৩৬), জফির উদ্দিনের ছেলে মালু মিঞা (৪২), আলিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), বুলবুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৩২), আ. রাজ্জাকের ছেলে মইনুল ইসলাম (৩২) এবং মমির উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৩৫)। সেখান থেকে খেলার সরঞ্জাম, মোবাইল ফোনসহ নগদ দুই হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে বোদা থানায় নিয়মিত মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠনো হয়েছে।
You cannot copy content of this page