পঞ্চগড় প্রতিনিধি
পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্ত নদী মহানন্দা থেকে এ মাছটি ধরা পড়ে। মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। পরে পাথর ব্যবসায়ী হাসিনুর ২০ হাজার টাকায় মাছটি ক্রয় করে নেন।
তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ, সাহাদাত সহ কয়েকজন পাথর শ্রমিক শখের বসে সীমান্তনদী মহানন্দায় মাছ মারতে যায়। মাছ মারার এক পর্যায়ে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সকলে মিলে ডুবে জাল থেকে মাছটি ধরে। মাছটি নদীর পাড়ে তোলার পর অনেকেই দেখতে ছুটে আসে। পরে বাসায় নিয়ে গেলে খবর পেয়ে পাথর ব্যবসায়ী হাসিনুর রহমান ২০ হাজার টাকায় মাছটি কিনে নেয়।
মহানন্দা নদীর পানি কমে গেলে বড় মাছ পাওয়া যায়। মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসি।
পাথর শ্রমিক রকি জানান, নদী থেকে বড় মাছ ধরার আনন্দটাই অন্যরকম। মাছ বিক্রির টাকা সকলেই সমান ভাগে ভাগ করে নিয়েছেন বলেও জানান তিনি। #
You cannot copy content of this page