পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে মেহেদি হাসান হৃদয় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার মৃত সাদেকুল ইসলামের ৩য় পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, সোমবার সকালে হৃদয় বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের সবার অগোচরে বাড়ির বাইরে বের হয়। এসময় বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে হাটার সময় অসাবধানতাবশত পুকুরে পানিতে পড়ে যায় সে। এসময় এক প্রতিবেশি পুকুরের পানিতে হৃদয়ের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা হৃদয়ের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।