স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে আরাফাত হোসেন নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আরাফাত হোসেন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে থেকে খেলা করছিল শিশু আরাফাত। এসময় সবার অজান্তেই সে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ টের পায় পরিবারের সদস্যরা। পরে তারা আরাফাতকে আশে পাশে না পেয়ে দ্রুতই পুকুরের পানিতে নেমে পড়ে। পরে তারা শিশুটিকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা নবকান্ত বর্মন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।