পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধি বিদ্যালয়ে নানা আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়। প্রতিবন্ধি শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তা শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে পুরস্কার তুলে দেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাতিঘর। উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বকে তিনি আলোকিত করে যাচ্ছেন বলে জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ। সোমবার রাত ১২টা এক মিনিটে জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও আরিফুল ইসলাম পল্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজি আল তারিক, ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংঠনের দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
কেক কেটে নেতা কর্মীদের মুখে তুলে দেওয়া হয়। এ সময় আনন্দঘন পরিবেশ সৃস্টি হয়। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন সংগ্রামী জীবন এবং একজন সফল সরকার প্রধান হিসেবে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়াসহ তার জীবনের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন নেতা কর্মীরা। #
You cannot copy content of this page