বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫০ জন গরীব-দুস্থদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন । রোববার বিকেলে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে জেলার সদর উপজেলার ময়নাগুড়ি বিজিবি ক্যাম্পে এবং ১৮ বিজিবি হেড কোয়াটার সংলগ্ন বিজিবি ক্যান্টিন এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মো আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব-দুস্থদের হাতে এসব খাদ্যে সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকার্রী পরিচালক মুন্সি মো এমদাদুর রহমান সহ হেড ১৮ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়াটারের বিভিন্ন পর্য়ায়ের কর্মকর্তা বৃন্দ।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মো আনিসুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বাষির্কী উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বিভিন্ন এলাকায় মোট ১৫০ জনের মাঝে খাদ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। সেই সাথে বিজিবি হেড কোযাটার মসজিদে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল কোরআন খানির আযোজন করা হয়। সেই সাথে সন্ধ্যায় হেড কোয়াটার হতে স্থানীয় ক্যাবেল অপারেটরের মাধ্যেমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনী নিয়ে স্থির চিত্র প্রদর্শন করা হবে। বিজিবি গরীর-দুস্থদের পাশে দাড়িয়ে তাদের সার্বিক সহযোগিতা করছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।