বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিবসে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসক অফিস চত্ত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসূফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়ার খাতুন, সরকারি বেসরকারি কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা গণ, রাজনীতিক, ছাত্রলীগ নেতাকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং বিকেলে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন।।