পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরী (২২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর প্রধান আসামী তছলিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার পরপরই তছলিমকে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গোবিন্দপুর এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মামলার অপর আসামী আবু সায়েত ওরফে সহিদুল (৪০) মামলার পর থেকে পলাতক রয়েছে। তিনি রাধানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য বলে জানা গেছে।
গ্রেফতাকৃত প্রধান আসামী তছলিম উদ্দীন ছোটদাপ গোবিন্দপুর এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে। অপর আসামী একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু সায়েত ওরফে সহিদুল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ওই কিশোরী দুপুরের খাওয়া শেষে গোবিন্দপুর এলাকার তছলিম উদ্দীনের বাড়িতে বেড়াতে যায়। এসময় তাকে ইশারায় নিজ ঘরে ডাকে তসলিম। পরে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে সে। বাসায় ফিরে ওই প্রতিবন্ধী কিশোরী তার মাকে ইশারা ইঙ্গিতে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকদের বিষয়টি জানিয়ে কিশোরীর বাবা-মা থানায় মামলা দায়ের করতে যান। পরে মামলার অপর আসামী আবু সায়েত ওরফে সহিদুল প্রধান আসামীকে বাঁচাতে আপোষ মিমাংসার কথা বলে থানা থেকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত কয়েকদিন ধরে স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা দুইজনকে আসামী করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর পরেই প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল উদ্দীন বলেন, আগামীকাল ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করা হবে। মামলার প্রধান আসামী তছলিমকে আগামীকাল আদালতে তোলা হবে। মামলার অপর আসামী পলাতক থাকায় তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।