পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) ভোর রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ দইখাতা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সালমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফের স্ত্রী।
বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন জানান, টিনের বেড়ার ঘরে লাগানো বিদ্যুতের মিটারে আকষ্মিক আগুণ লাগে। আগুণ নেভাতে গিয়ে বিদ্যুতায়িত টিনে লেগে ওই নারীও বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেন। #
You cannot copy content of this page