পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ এ প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বিভিন্ন বিভাগের আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ইতিহাস বিভাগ, অর্থনীতি বিভাগ, গণিত বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি, ডিগ্রি (পাস), একাদশ শ্রেণি ও ব্যবস্াপনা বিভাগ অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বিজয়ী চারটি দল আগামীকাল ( সোমবার) সেমিফাইনাল খেলায় অংশ নিবে। সেমি ফাইলান খেলায় বিজয়ী দুটি দল আগামী ৯ নভেম্বর ফাইনাল খেলায় অংশ নিবে। #
You cannot copy content of this page