স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে ডিস্ট্রিক্ট পলেসি ফোরামের সদস্যদের অংশগ্রহণে সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাচুর্য়াল মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের যৌথ অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রকল্পের অধিনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, পিফরডি টিম লিডার আরসেন স্টিপেনিয়ান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন পিফরডি’র অতিরিক্ত প্রকল্প পরিচালক উপ-সচিব মকলেছুর রহমান ও পিফরডি’র উপ পরিচালক যুগ্ম সচিব আয়েশা আক্তার। এ সময় তারা সামাজিক জবাবদিহিতা টুলস সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্া, জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন। অন্যদের মধ্যে উপস্তি ছিলেন পিফরডি’র ট্রেনিং ফিল্ড কো-অর্ডিনেটর মোজাম্মেল হক নিয়োগী, পিফোরডির সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মোফাখ্খর মোর্শেদ খান চৌধুরী, রংপুর বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম, পঞ্চগড় ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রিক্তা পারভীন, ডিপিএফ পঞ্চগড় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সহসভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকী। প্রশিক্ষণে পঞ্চগড় জেলায় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট পলেসি ফোরামের ২০ জন সদস্য অংশ নেয়।