পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ তলা বিশিষ্ট একাডেমিক-কাম-ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রােববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকায় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বােধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে কলেজ চত্বরে আয়ােজিত উদ্বােধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, প্যানেল মেয়র সফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি ও পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল, প্রতিষ্ঠানটি নির্মানের দ্বায়িত্বে থাকা ঠিকাদার ময়েনউদ্দীন সহ পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ‘৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ কােটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট একাডমিক-কাম-ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হচ্ছে।