পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সৌদি আরব ও মধ্যে প্রাচ্যের সঙে মিল রেখে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামের ৪টি পরিবারের ৭ জন মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন। ওই এলাকার মনির হোসেনের ইমামতিত্বে ঈদের নামাজ আদায় করে তারা।
এদিকে ওই ৪টি পরিবারের লোকজন নামাজ আদায় করতে গেলে স্থানীয় মানুষেরা তাদের নামাজ আদায় করতে বাঁধা প্রদান করে। এসময় তাদের সাথে স্থানীয়দের বাকবিতন্ডা হয়। পরে উত্তর কামার পাড়া জামে মসজিদের সভাপতি মো আব্দুল্লাহ পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ স্থানীয়দের সাথে আলোচনা করে পুলিশের সহযোগিতায় ওই ৪ পরিবারের সদস্যরা ৭ জন সদস্য ঈদের নামাজ আদায় করে।
ওই এলাকার উত্তর কামার পাড়া জামে মসজিদের সভাপতি মো আব্দুল্লাহ জানান, গত ৪ বছর ধরে আমরা সৌদি আরব ও মধ্যে প্রাচ্যের সঙে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছিলাম। এবারও পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে স্থানীয় কিছু লোকজন আমাদের ঈদের নামাজ আদায় বাঁধা প্রদান করে। পরে আমার থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সাথে আলোচনার মাধ্যেমে আমরা ঈদের নামাজ আদায় করি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল লতিফ মিঞা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে আইন শৃংখলার যেন অবনতি না হয় সেজন্য আমরা তৎপর ছিলাম। পরে স্থানীয়দের সাথে আলোচনার মাধ্যেমে ঈদের নামাজ আদায় করে ওই এলাকার ৪টি পরিবারের ৭ জন সদস্য। পরে নামাজ শেষে তারা বাড়িতে ফিরে গেলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
You cannot copy content of this page