…………
পঞ্চগড় প্রতিনিধি
সাবেক রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন শুক্রবার বিকালে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ঢাপঢুপ বিলের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় সংসদ সদস্য বলেন,প্রকৃতিতে বাঁধা প্রদান না করে তার মত করে চলতে দিতে হবে। পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা কৃষি অফিসার রাশেদুন্নবী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র বর্মন। উল্লেখ্য ঢাপঢুপ বিলের পানি নিস্কাশন ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বর্ষার পানি আটকে জলাবদ্ধা সৃষ্টি হয়ে ওই বিলের প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়। সংসদ সদস্য ওই বিল থেকে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসিদের আশ্বাস দেন।
You cannot copy content of this page