পঞ্চগড় প্রতিনিধি
গত কয়েকদিন আগে প্রতিপক্ষরা জমির মালিকানা দাবি করে রাতের অন্ধকারে ২ বিঘা জমির আলুখেত ধ্বংস করে দেয়। জেলার আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিক মোকলেছুর রহমান রাজু ও আনিসুর রহমান আরিফ এই আলু খেত রোপন করে। পরে ৫০ বছর ধরে চাষ করে আসা জমির মালিক মোকলেছুর রহমান রাজু আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে এবং কাগজ পত্রের বিচার বিশ্লেষন করে মোকলেছুর রহমান রাজু গংকে আবার আলু রোপন করতে পরামর্শ দেয় আটোয়ারী থানা পুলিশ । এরই প্রেক্ষিতে রবিবার সকালে ওই জমিতে আবার আলু রোপন করেছে রাজু আহমেদ গং। তারা জানান ৫০ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন তারা । হঠাৎ করে প্রতিপক্ষ ইউসুফ আলী তাদের লাগানো আলু খেত ধ্বংস করে দেয় । এতে তাদের লক্ষাধিক টাকা ক্ষতি হয়। পরে তারা আটোয়ারী থানায় অভিযোগ দিলে পুলিশ তাদেরকে আবার আলু লাগাতে বলে।
জমির মালিক মোকলেছুর রহমান রাজু বলেন, রবিবার সকাল আমরা ওই জমিতে আবারো আলু রোপন করেছি। বিষয়টি পুলিশ জানে। তবে প্রতিপক্ষ আমাদের আলু রোপনে কোন বাধাঁ দেয়নি।
আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাজু নামে ওই ব্যাক্তি তাঁর নষ্ট করে দেয়া জমিতে আবারো আলু রোপন করেছেন বলে জেনেছি। যতদূর জানি ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
You cannot copy content of this page