পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে কালেক্টরেট আদর্শ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বিপি সরকারি উচ্চ বিদ্যালয়কে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিপি সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে করোতোয়া কালেক্টরেট স্কুলকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে করতোয়া কালেক্টরেট স্কুল নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে। জবাবে বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ৪০ দশমিক এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। করতোয়া কালেক্টরেট স্কুল দলের মুর্শেদ ম্যাচ সেরা নির্বাচিত হয়।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। রবিবার পঞ্চগড় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক সাবেত আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল। টুর্নামেন্টের আহবায়ক ফাহাদ আরফিন সানজিদ স্বাগত বক্তব্য দেন।
You cannot copy content of this page