বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি যে মহান
তোমার জীবনকে করে দান,
তুমি রেখেছো বাংলার সম্মান
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি যে মহান ॥
বঙ্গবন্ধু এদেশ ঋণী
তোমার কাছে চিরদিনি,
তোমার অগ্নী ঝড়া ভাষণ
শত কোটি বাঙ্গালী আজও
বুকে ধরে করেছে লালন।
বঙ্গবন্ধু তোমার ডাকে
বুকের তাজা রক্ত দিয়ে
ছিনিয়ে এনেছি আমার বাংলা মাকে –
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
এনেছি স্বাধীনতা
তুমি যে তাদেরই নেতা
তোমার জীবনকে করে দান
তুমি রেখেছো বাংলার সম্মান
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি যে মহান।
দেশের জন্য দিয়েছো বিলিয়ে নিজের প্রাণ
এ বাংলা ভুলবে না কোনদিন তোমার অবদান।
তুমি আমাদের গর্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি যে মহান ॥
You cannot copy content of this page