পঞ্চগড় অফিস
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বোদা থানাধীন ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস ।
বোদা থানার ১নম্বর বিটের বিট অফিসার ও বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) /(নিঃ) আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস উপস্থিত জনসাধারণের মাঝে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার, আত্মহত্যা এবং কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের কুফলসহ সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় জনগণ ও অবিভাবকগণকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি এলাকায় যে কোন অপরাধ সংগঠিত হলে সাথে সাথে পুলিশকে অবহিত করা সহ ৯৯৯ সেবা গ্রহণেরও পরামর্শ প্রদান করেন।
এসময় বোদা থানা পুলিশের কর্মকর্তারা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page