পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্ধোধন করে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লিটন কুমার প্রামানিক, ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহীন প্রমুখ।
অপরদিকে বোদা সদর ইউনিয়নের বালাভীর উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালাভীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মাদকমুক্ত এবং সুস্থ সুনাগরিক তৈরিতে এ ধরনের প্রতিযোগিতা বিশেষ অবদান রাখবে।২৮ জানুয়ারি পর্যন্ত বোদা উপজেলায় এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে।
You cannot copy content of this page