পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মানসম্মত ও যুগোপযোগী মাদ্রাসা শিক্ষা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। মাদ্রাসা শিক্ষার্থীরা যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা পায়। তাদের খেলাধুলা ও ও মেধাবিকাশ যেন নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শুক্রবার রাতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড়ের আয়োজনে টি১০ ক্রিকেট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তারুণ্য গড়বে পঞ্চগড় বিভিন্ন সময়ে অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদকবিরোধী অনুষ্ঠান, শপথ পাঠ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সব বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলের স্বার্থে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তিনি আরো বলেন, আগামী একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু মেট্রো রেল সহ কর্ণফুলী টানেল সবকিছু এখন দেশের অর্থায়নে নির্মিত হচ্ছে। আগামীতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরের জন্য বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, উপপ্রচার সম্পাদক বিএম জবল ই রহমত জুবলী, উপ দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন, উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মামন আলী, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-অটিজম বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরী, সহ-সম্পাদক আদনান হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে টি টেন ক্রিকেট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের বিজয়ী দল বোদা ক্রিকেট একাডেমি ও পরাজিত দল পাওয়ার হিটার অফ জালাসীর খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।
You cannot copy content of this page