পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী একজন স্মার্ট প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। যুব সমাজকেও মাদক ও বিপদ থেকে সড়ে এসে দেশ গড়ার কাজে অংশীদার হতে হবে।
তিনি গতকাল বুধবার রাতে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড়ের সহযোগিতায় ও পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সংগঠন বিপিয়ান ২১ এর আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে পড়াশোনা করে অনেকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সুযোগ পেয়েছে। নিজেদের ক্যারিয়ার গড়ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামীতে মাইক্রোসফট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মত উদ্ভাবনী কাজে এখানকার ছাত্ররা যুক্ত হবে। পরিবারের মুখ উজ্জ্বল করবে।
তিনি আরো বলেন, পড়াশোনা শেষ করে শুধু চাকরীর পেছনে ছুটলে হবে না। দেশের জন্য, বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বির্নিমাণে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশে পরিণিত হবে। সেই যাত্রায় আমাদের সকলকে শামিল হতে হবে।
পরে তিনি ১২টি দল নিয়ে বিপিয়ান ফুটসাল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো সাইফুল্লাহ।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিয়াম রহমান, বিএম জবল ই রহমত জুবলী, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page