পঞ্চগড় অফিস
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক দীর্ঘ দিন ধরে মানুষের সেবা করে আসছেন। অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে নিজের জীবন বাঁজি রেখে মানুষের দ্বারে খাবার ও ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। সরকারী বেসরকারি নানা ভাবে সাধারণ ও সর্বস্তরের মানুষের সেবা করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার করোনাকালে সাধারণ মানুষের সেবায় অবদানের জন্য মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন সম্মাননা-২০২২ পেলেন তিনি।
সংগঠনটি গুণী মানুষদের সম্মাননা প্রদান করে থাকে। শুক্রবার (২৪ জুন) রাতে সম্মাননা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।
তিনি জানান, করোনাকালে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের পাশে দাড়িঁয়েছি আমি। নিজের তরফ থেকে যতদুর পেরেছি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন কোথাও খবর পেলে দুঃখী মানুষের সেবায় কাজ করছি। আমি মানুষের পাশে দাড়াতে ভালবাসি। নিজে অক্লান্ত পরিশ্রম করে আজ এতদূর এসেছি। কাজেই আমি সাধারণ মানুষের সেবায় এখনো কাজ করছি আগামীতেও কাজ করবো ইনশাআল্লাহ।