প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় সুমি আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট হাফেজিয়া মাদ্রাসার সামনে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু সুমি আক্তার উপজেলার তিরনই হাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়ক তিরনইহাট থেকে তেতুঁলিয়া গামী একটি ব্যাটারী চালিত ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এসময় মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু সুমিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জাহাঙ্গীর আলম শিশু সুমির নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ব্যাটারী চালিত ভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
You cannot copy content of this page