পঞ্চগড়ে তিন শতাধিক অসহায়- দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ বাংলাদেশ নামে সেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুরে সংগঠনটির নিজস্ব অর্থায়নে পঞ্চগড় জেলার নতুন বস্তি এলাকায় কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই কার্যক্রমে উপস্থিত ছিল লিজেন্ড বাংলাদেশ গ্রুপের এডমিন শাহ্ মোয়াজ্জেম মিলন এবং দিনাজপুর জেলার লিজেন্ড প্রতিনিধি আজিজুর রহমান ও আজহার আলী এবং আব্দুর রশিদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
প্রতি বছরের ন্যায় এইবার ও লিজেন্ড গ্রুপ বিভিন্ন শীত প্রধান অঞ্চলের ন্যায় পঞ্চগড়ে এই কার্যক্রম পরিচালনা করে। গত পাঁচ বছর যাবত যে কোন দুর্যোগে লিজেন্ড গ্রুপ দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা। এই মানবিক কার্যক্রমে সহযোগিতাকারীদের আন্তরিক ধন্যবাদও জানান তারা ।
You cannot copy content of this page