পঞ্চগড় প্রতিনিধি
পুকুরে রুই কাতলা, মিরর কার্প সহ নানা প্রজাতির মাছে ভরপুর। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে মাছ ধরা উৎসবের। আর দুর দুরান্ত থেকে এসেছেন হাজারো মানুষ। শখের বসে মাছ ধরবেন। নিয়ম মেনে ২ হাজার টাকায় একটি টিকিট কেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনব্যাপী ধরা যাবে মাছ।
শুক্রবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এমন ব্যাতিক্রমধর্মী মাছ ধরা উৎসবের আয়োজন করেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট এলাকার রাজু, ইয়াসিন, সাজু, আবু সহ কয়েকজন যুবক।
আয়োজকেরা জানান, বাপ দাদার পুকুরে দীর্ঘ দিন ধরে তারা মাছ চাষ করে আসছেন। এবারই প্রথম মাছ ধরা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে মাছ শিকারীরা তাদের ছিপ বড়শী সহ মাছ ধরার নানা যন্ত্রপাতি নিয়ে এসেছেন। দিনব্যাপী মাছ ধরা উৎসবের চারপাশে চা পান নাস্তা সহ নানা খাবারের দোকান বসেছে। মাছ ধরা উৎসব যেন মিলন মেলায় পরিণতি হয়েছে।
মাছ ধরা উৎসবের আয়োজক রাজু বলেন, আমরা বাপ দাদার এ পুকুরে অনেকদিন ধরে মাছ চাষ করছি। পুকুরে অনেক মাছ আছে। শখের বসে মাছ ধরতে অনেক মানুষ আসছেন। অনেকে আবার মাছ ধরা দেখতে আসছেন।
You cannot copy content of this page