জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ থেকে পঞ্চগড় জেলায় একলাখ ৫৩ হাজার ৫৯৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুরু করেছে জেলা স্বাস্থ বিভাগ। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ১০৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩১৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ২৭৯ জন শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রে এক শিশুকে ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা। এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনসুর আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহম্মদ সজীব, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু উপস্থিত ছিলেন।
সকল শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে। অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতার আহবান জানান সিভিল সার্জন।
সিভিল সার্জন বলেন, ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং মারাত্বক অসুস্থ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না। তবে অন্য শিশুদের এই ক্যাপসুল খাওয়া নিরাপদ, কোনো পাশর্^প্রতিক্রিয়া নেই।।
You cannot copy content of this page