পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি হিসেবে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্ত করতে হবে। খেলাধুলাসহ সকল ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। সাফ ফুটবলে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে মেয়েরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে। স্মার্ট জাতি গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবকদেরও স্মার্ট হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রঙিন বেলুন উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে জাতীয়, ক্রীড়া ও গালর্স গাইড পতাকা উত্তোলন করেন অতিথিরা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকগণও অতিথি ছিলেন।
এর আগের দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার ৫০ টি ইভেন্টে সকাল ও দিবা শাখার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।।
You cannot copy content of this page